চট্টগ্রামেও একই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় জিম্বাবুয়ে

৩ সপ্তাহ আগে
৪ বছর সাদা জার্সিতে জয়ের স্বাদ না পাওয়া জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচে হারের মুখ দেখেছে বাংলাদেশ। ঘরের মাঠে টাইগারদের হারিয়ে আত্মবিশ্বাসে উড়ছে সফরকারীরা। আগামীকাল (২৮ এপ্রিল) সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু। এই ম্যাচ জিতলে ১৪ বছর পর বাংলাদেশের বিপক্ষে কোনো টেস্ট সিরিজ জিতবে রোডেশিয়ানরা।

বাংলাদেশের মাটিতে সর্বশেষ ২০০১ সালে টেস্ট সিরিজ জিতেছিল জিম্বাবুয়ে। সেই সিরিজের পর গত ২৪ বছরে কখনোই টাইগারদের ডেরায় সাদা জার্সিতে সিরিজ জয় করতে পারেনি জিম্বাবুয়ে। নিঃসন্দেহে তাদের জন্য বড়সড় একটি সুযোগ এই সিরিজ। তবে মাঠে নামার আগে ফলাফল নিয়ে ভাবতে নারাজ জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। 

 

দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, ‘আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে জরুরি হলো সেই প্রক্রিয়াগুলো বুঝে নেওয়া, যেগুলো আমাদের টেস্ট জয় এনে দিয়েছে। শুধু ১-০ ব্যবধানে এগিয়ে আছি বলে বাড়তি চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই বা এই ভেবে নয় যে এখন সিরিজ জিততেই হবে।'

 

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হওয়া উচিত পুরো ব্যাপারটিকে ছোট ছোট ধাপে ভাগ করে নেওয়া এবং নিজেদের প্রক্রিয়া ও পরিকল্পনায় অটুট থাকা। যতটা সম্ভব দীর্ঘ সময় ধরে এটা ধরে রাখতে পারলেই নিজেদের জন্য সেরা সুযোগ তৈরি হবে। ফলাফল নিয়ে আগে থেকেই ভাবতে শুরু করলে চলবে না।’

 

আরও পড়ুন: পহেলগাম হামলার দিনই হত্যার হুমকি পেয়েছিলেন গম্ভীর, একজন গ্রেফতার

 

প্রথম ম্যাচ সিলেটে হলেও দ্বিতীয় ম্যাচ হবে চট্টগ্রামে। তাই কন্ডিশনেও ফারাক থাকবে বিস্তর। কন্ডিশন দেখেই ওই ম্যাচে স্কোয়াড সাজাবেন বলে জানিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক, ‘নেটে বল কিছুটা ধীরগতির মনে হয়েছে। সম্ভবত ম্যাচ যত এগোবে, স্পিন আরও বেশি প্রভাব ফেলতে পারে। তবে আবারও বলছি, কন্ডিশন বুঝে নেওয়া এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াটাই এখন সবচেয়ে জরুরি। আমরা চেষ্টা করব কন্ডিশন যতটা ভালোভাবে মূল্যায়ন করা যায়, যাতে টেস্ট ম্যাচ জয়ের সম্ভাবনা বাড়ে।’

 

‘কন্ডিশন মূল্যায়ন করাই মূল বিষয়। আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য যতটা সম্ভব দেরি করতে চাই, যাতে বোঝা যায় কোন কম্বিনেশন আমাদের জন্য সবচেয়ে ভালো হবে,' তিনি যোগ করেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন