শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেলে মো. আরিফ রায়পুর ইউনিয়নের ফকিরহাট এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে আরিফসহ চারজন জেলে একটি নৌকা গভীর সমুদ্রে রওনা দেয়। নৌকায় উঠার সময় হঠাৎ পা পিছলে আরিফ পানিতে পড়ে যান। অন্য জেলেরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও আরিফ তলিয়ে যান।
আরও পড়ুন: মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
পরে বিষয়টি ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও থানা পুলিশকে জানানো হয় ।
এ বিষয়ে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাকিব মেহবুব জানান, মাছ ধরতে যাওয়া একজন জেলে নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করছে।