চট্টগ্রামে বিএনপি কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় আটক ৪

১ দিন আগে
চট্টগ্রামে বিএনপির সক্রিয় কর্মী ও ব্যবসায়ী আবদুল হাকিম (৪৫) খুনের ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ। তবে বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

চট্টগ্রামের হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, মঙ্গলবার (৭ অক্টোবর) রাত থেকে বুধবার সকাল পর্যন্ত রাউজানের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।


তিনি বলেন, 'আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামিম এগ্রোর মালিক আবদুল হাকিম খুনের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'


তিনি আরও জানান, ব্যক্তিগত, রাজনৈতিক ও ব্যবসায়িক বিরোধ; সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে। কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া হচ্ছে না।


প্রসঙ্গত, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম নগরের উদ্দেশ্যে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সাদা রঙের একটি প্রাইভেট কারে রওনা দেন আবদুল হাকিম। চট্টগ্রাম-কাপ্তাই সড়কে রাউজান ও হাটহাজারী উপজেলার সংযোগস্থল মদুনাঘাট সেতু পার হওয়ার পর তিনটি মোটরসাইকেলে করে হেলমেট পরা তিন ব্যক্তি তার গাড়ির সামনে এসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।


আরও পড়ুন: চট্টগ্রামে ব্যবসায়ীকে গুলি করে হত্যা


গুলিতে গাড়ির সামনের কাচ ফুটো হয়ে হাকিম গুলিবিদ্ধ হন এবং গাড়ির ভেতরেই লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরের অনন্যা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহত হাকিম রাউজান উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন