চট্টগ্রামে প্রতিবেশীর ঘুষিতে প্রাণ গেল বৃদ্ধের

১ দিন আগে
চট্টগ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীর ঘুষিতে শ্যামল চৌধুরী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে আকবরশাহ থানাধীন উত্তর কাট্টলী এলাকায় এ ঘটনা ঘটে।

 

জমি পরিমাপ নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব হলে বিজয় নামে এক যুবক শ্যামল চৌধুরীকে ঘুষি দিলে সে অচেতন হয়ে যান। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শ্যামল চৌধুরীকে মৃত ঘোষণা করেন।

 

ছেলে অভিজিত জানান, ‘জমি সংক্রান্ত বিরোধে বিজয় নামে এক যুবক তার বাবাকে পরপর দুবার ঘুষি দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

 

আরও পড়ুন: চট্টগ্রামে দুই খুন: শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

 

এর আগেও বেশ কয়েকবার বিজয় নামে ওই যুবক তার বাবাকে মারধর করেছিলেন বলে অভিযোগ অভিজিতের।

 

এ ব্যাপারে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘লোকটি স্ট্রোক করে মারা যাওয়ার খবর শুনেছি। তবে পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

]]>
সম্পূর্ণ পড়ুন