মঙ্গলবার (১ এপ্রিল) রাতে নগরীর বাকলিয়া থানায় মামলাটি করেন নিহত বখতেয়ারের মা ফিরোজা বেগম।
মামলায় অভিযোগ করা হয়েছে, ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর পরিকল্পনা অনুসারে পাঁচ আসামি গুলি করে আব্দুল্লাহ ও বখতেয়ারকে হত্যা করেছে।
মামলার অন্য আসামিরা হলেন: সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্না (৩৭), মোহাম্মদ হাছান (৩৬), মোবারক হোসেন ইমন (২২), খোরশেদ (৪৫), রায়হান (৩৫) ও বোরহান (২৭)।
সূত্রে জানা গেছে, মামলায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে প্রধান আসামি করা হয়েছে। গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা আবাসিক থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে বন্দি আছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলিতে দুজন নিহত, গুলিবিদ্ধ ৩
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিতে দুজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন হচ্ছে বখতেয়ার। তার মা ফিরোজা বেগম বাদী হয়ে মামলাটি করেছেন।
গত রোববার (৩০ মার্চ) গভীর রাতে নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকা থেকে একাধিক মোটরসাইকেলে থাকা সন্ত্রাসীরা প্রাইভেটকারকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। প্রাইভেটকারটি বাকলিয়া এক্সেস রোড দিয়ে প্রবেশ করে নগরীর চকবাজার থানার চন্দনপুরায় পৌঁছানের পর থেমে যায়। তখন বেপরোয়াভাবে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। এতে দুজন নিহত হন আর আহত আহত হন আরও দুজন।
]]>