চট্টগ্রামে ড্যাব নির্বাচনের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড‍্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী নির্বাহী কমিটির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ডা. আজিজ ও ডা. শাকুর পরিয়দের প‍্যানেল পরিচিতি ও মত বিনিময় সভা চট্টগ্রামে স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামে স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক ডা. খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে এবং সদস‍্য সচিব ডা. ইফতেখারুল ইসলাম লিটনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ) ও ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ( ড‍্যাব)-এর সাবেক সভাপতি এবং ঢাকা শিশু হাসপাতালের পরিচালনা পরিষদের চেয়ারম্যান, আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক পদপ্রার্থী অধ্যাপক আব্দুস শাকুর খান, সিনিয়র সহসভাপতি প্রার্থী ডা. সাইফুদ্দিন নিসার আহমেদ তুষান, কোষাধ্যক্ষ প্রার্থী ডা. তৌহিদুল ইসলাম  জন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব প্রার্থী ডা. আবু মো আহসান ফিরোজ উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন: খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট


প্রধান অতিথি ডা. শাহদাত হোসেন এরশাদ বিরোধী আন্দোলন, এক এগারো পরবর্তী এবং স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলনে ড‍্যাব-এর সংগ্রামী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি ভবিষ্যতে দেশের যে কোনো সংকটে ড‍্যাব প্রয়োজনীয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব‍্যক্ত করেন।

 

প্রধান বক্তার বক্তব‍্যে অধ‍্যাপক এ কে এম আজিজুল হক ঐক‍্যবদ্ধ, বিজ্ঞানমনস্ক এবং চিকিৎসক বান্ধব সংগঠন পুনর্গঠনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

]]>
সম্পূর্ণ পড়ুন