চট্টগ্রামে ছুরিকাঘতে গ্যারেজ মালিক খুন

১ সপ্তাহে আগে
চট্টগ্রাম নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহজাহান মিয়া প্রকাশ সাজন মিয়া (৩৫) নামে এক গ্যারেজ মালিক খুন হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে নগরীর বাকলিয়া থানার শান্তিনগর বগারবিল এলাকায় বলাকা আবাসিকের বিপরীতে একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত শাহজাহান কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাদসালা গ্রামের বাসিন্দা। তিনি বাকলিয়া বলাকা আবাসিক এলাকার নুরু সাহেবের বিল্ডিংয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।


এ বিষয়ে শাহজাহানকে হাসপাতালে নিয়ে আসা মো.আকবর বলেন, ‘গ্যারেজের মালিক শাহজাহানের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। কিন্তু চাঁদা দিতে অস্বীকার করলে বায়েজিদ-কালামসহ কয়েকজন মিলে শাহজাহানকে ছুরিকাঘাত করেন।’


আরও পড়ুন: কিশোরগঞ্জে সালিশি দরবারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত


বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

]]>
সম্পূর্ণ পড়ুন