চট্টগ্রামে ছিনতাই ৩৫ স্বর্ণের বারের ২৯টি উদ্ধার

৫ দিন আগে
চট্টগ্রাম নগরীতে স্বর্ণে দোকানের কর্মচারীকে জিম্মি করে ৩৫টি সোনার বার ছিনিয়ে নেওয়ার চারদিন পর ২৯টি উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৬ জনকে।

শুক্রবার সিএমপিতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন অপরাধের অভিযোগে চাকরিচ্যুত একজন সাবেক পুলিশ সদস্যের নেতৃত্বে ৪ জন এ ছিনতাইয়ে জড়িত ছিলেন। ছিনতাই করা সোনার বার হেফাজতে রাখা এবং ছিনতাইকারীর সঙ্গে তথ্য বিনিময়ে জড়িত ছিলেন আরও কয়েকজন। ঢাকা, গাজীপুর ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায়  বৃহস্পতিবার পর্যন্ত টানা দুইদিনের অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।


গত ৪ জানুয়ারি সকাল ৫টার দিকে নগরীর পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। মোটর সাইকেলে আসা চারজন ছিনতাইকারী চলন্ত সিএনজি অটোরিকশার গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে সবুজ দেবনাথ নামে একজনের কাছ থেকে ৩৫টি সোনার বার, ৩টি মোবাইল ও কিছু নগদ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পরদিন পাঁচলাইশ থানায় মামলা করেন সবুজ।

আরও পড়ুন: চবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৭ শতাংশ

সংবাদ সম্মেলনে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, ছিনতাইসহ বিভিন্ন অপরাধকর্মে জড়ানোর কারণে সুমনকে বিভাগীয় শাস্তির আওতায় পুলিশ বাহিনী থেকে স্থায়ী বরখাস্ত করা হয়েছিল। সে জেলেও গিয়েছিল। কিন্তু জেল খেকে বেরিয়ে এখন একটি পেশাদার ছিনতাইকারী সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন