চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড এলাকা গাছ চুরির সময় গ্রেফতার ৪

৩ সপ্তাহ আগে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোরিয়ান ইপিজেড এলাকা থেকে আকাশমনি গাছ চুরির সময় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নর্থ ব্লক মরিয়ম আশ্রমের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতার ব্যক্তিরা হলেন- কর্ণফুলীর শিকলবাহার মোহাম্মদ আলীর ছেলে মো. দিদারুল আলম (৩০), দৌলতপুরের মৃত আবুল সৈয়দের ছেলে জলিল (৩৮), মৃত নাসিমের ছেলে মো. ইসমাইল (৩৫) ও শাহমীরপুরের মো. তৈয়বের ছেলে মো. তারেক (২২)।


পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি নসিমন ভ্যানগাড়ি, আনুমানিক ৩০ হাজার টাকার দুই খণ্ড আকাশমনি গাছ ও গাছ কাটার বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।


আরও পড়ুন: সরকারি গাছ নিধন: পরস্পরকে দোষারোপ বনবিভাগ-এলজিইডির


এ বিষয়ে কোরিয়ান ইপিজেড পুলিশ ক্যাম্পের ইনচার্জ সওকত হোসেন বলেন, গ্রেফতার ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন