বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বায়েজিদের চালিতাতলী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন আহত চালক।
আহত ইদ্রিস আলী নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজার এলাকার মৃত ইউসুফের ছেলে।
চট্টগ্রাম মেডিকেলে যাওয়া ইদ্রিসের পরিবারের সদস্যদের দাবি, মাদক কারবারে বাধা দেয়ায় ইদ্রিসকে গুলি করা হয়েছে। এ সময় তিনি হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
আরও পড়ুন: রূপসায় সোহেল হাওলাদারকে গুলি করে হত্যা
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, বিকেলে গুলিবিদ্ধ অবস্থায় অটোরিকশা চালক ইদ্রিস আলী হাসপাতালে এসেছেন। তার বাম পা আগে থেকে কাটা। সেই পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হন তিনি।
তিনি জানান, চালিতাতলী এলাকায় অটোরিকশা চালানোর সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ইদ্রিস আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

২ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·