ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসকান্দার মনি। সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার উপদেষ্টা সাংবাদিক রফিক আহমদ খান।
অনুষ্ঠানে রমজানের ওপর আলোচনা করেন ইউনিভার্সিটি মালয়ার পিএইচডি গবেষক মাওলানা মুহাম্মদ হোসাইন আজহারি।
সমিতির সদস্য তারেক সালামের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য দেন চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার উপদেষ্টা ব্যবসায়ী শাহাব উদ্দিন মাহমুদ সোহেল, মার্শাল পাভেল, চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার যুগ্ম আহ্বায়ক ফারুকুল ইসলাম ফারুক, যুগ্ম আহ্বায়ক সাদেক উল্লাহ, শাহাব উদ্দিন সিআইপি, সিটি ইউনিভার্সিটির মালয়েশিয়ার পিএইচডি গবেষক আবু রাশেদ মোহাম্মদ মহিউদ্দিন, মাওলানা ইব্রাহিম খলিল ও মোহাম্মদ পারভেজ।
আরও পড়ুন: মালয়েশিয়ায় জাতীয় নাগরিক কমিটির ইফতার মাহফিল ও আলোচনা সভা
স্বাগত বক্তব্যে উপদেষ্টা রফিক আহমদ খান চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার গত দুই বছরের কার্যক্রম তুলে ধরে বলেন, একতা, ভ্রাতৃত্ব, স্বদেশপ্রেম ও মানবকল্যাণের ব্রত নিয়ে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া গঠিত হয়। চট্টগ্রাম সমিতি গত দুই বছরে বিপদগ্রস্ত প্রবাসীদের কল্যাণমূলক বেশকিছু কাজ করেছে। সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত অনুদানের মাধ্যমে প্রবাসীদের কল্যাণমূলক কাজগুলো করে থাকে চট্টগ্রাম সমিতি।
সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন, ব্যবসায়ী জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসাইন, ব্যবসায়ী মোহাম্মদ হারুন, নাঈম উদ্দিন সুমন, জহির উদ্দিন মোহাম্মদ বাবর, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ আলম প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা কারি মোহাম্মদ আলমগীর