চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

১ সপ্তাহে আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন এবং এর গঠনতন্ত্রে যুগোপযোগী সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চাকসু কেন্দ্রের সামনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনটি জুনের মধ্যে নির্বাচন আয়োজন এবং চলতি মে মাসের ১৫ থেকে ২২৫ তারিখের মধ্যে রোডম্যাপ ঘোষণার দাবি জানায়।


সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ছাত্রশিবির চবি শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম এবং গঠনতন্ত্র সংস্কার প্রস্তাব পাঠ করেন শাখা সেক্রেটারি মোহাম্মদ আলী। সঞ্চালনায় ছিলেন বায়তুলমাল সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম।


ছাত্রশিবিরের পক্ষ থেকে গঠনতন্ত্রের ধারা-১ অপরিবর্তিত রেখে ধারা-২-এ একাধিক নতুন উপধারা যুক্ত করার প্রস্তাব করা হয়। এতে স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতান্ত্রিক চেতনার ধারা অব্যাহত রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ও মানবিক মূল্যবোধ লালন, সর্বোচ্চ অ্যাকাডেমিক ও সহশিক্ষা সুযোগ নিশ্চিতকরণ এবং নীতিনির্ধারণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়।


ধারা-৩-এর ‘ঘ’ উপধারায় বছরে অন্তত একটি জার্নাল প্রকাশ এবং গবেষণায় উৎসাহ দিতে বাৎসরিক পুরস্কার প্রদানের প্রস্তাব রাখা হয়। এছাড়া ধারা ৬ অনুযায়ী নির্বাহী পরিষদে আরও কিছু গুরুত্বপূর্ণ পদ যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়, যেমন গবেষণা ও আন্তর্জাতিক সম্পাদক, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সম্পাদক, আবাসন ও পরিবহণ সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, নারী অধিকার বিষয়ক সম্পাদক প্রভৃতি।


আরও পড়ুন: চবিতে সাড়ে ২২ হাজার গ্র্যাজুয়েট নিয়ে হচ্ছে বৃহত্তম সমাবর্তন


প্রস্তাবনায় বলা হয়, ৯০-এর দশকের কাঠামো বর্তমান সময়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়। তাই যুগোপযোগী রূপেই গঠনতন্ত্র সংস্কার করতে হবে।


সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শাখা সভাপতি মোহাম্মদ ইব্রাহিম জানান, গত বছরের ২৪ সেপ্টেম্বর ছাত্রশিবির ২৪ দফা দাবির মাধ্যমে চাকসু নির্বাচনের দাবি তোলে। নতুন বাংলাদেশ গড়ার যে ধারাবাহিকতা শুরু হয়েছে, তারই অংশ হিসেবে আমরা জুনের মধ্যে নির্বাচন এবং দ্রুত রোডম্যাপ ঘোষণার আহ্বান জানাচ্ছি।


শাখা সেক্রেটারি মোহাম্মদ আলী বলেন, বর্তমান সময়ের প্রযুক্তিনির্ভর সমাজে আগের গঠনতন্ত্র অনেক ক্ষেত্রেই অচল। তাই আমরা সময়োপযোগী সংস্কার চাচ্ছি, যাতে শিক্ষার্থীদের চাওয়া-পাওয়া বাস্তবায়িত হয়।


ছাত্রশিবির ভবিষ্যতে নির্বাচনে জোটগত অংশগ্রহণ করবে কিনা, এমন প্রশ্নে নেতৃবৃন্দ জানান, তাদের দাবি ও সংস্কার প্রস্তাবনার সঙ্গে একমত যেকোনো সংগঠন বা পক্ষ তাদের সঙ্গে যুক্ত হতে পারে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহীম হোসেন রনি, মহানগর উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ ও চবি শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
 

]]>
সম্পূর্ণ পড়ুন