চট্টগ্রাম বিমানবন্দরে ১১ লাখ টাকার চোরাচালান পণ্যসহ আটক ২

২ সপ্তাহ আগে
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও নিষিদ্ধ বিউটি ক্রিমসহ আনুমানিক ১১ লাখ ২ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। পৃথক দুটি অভিযানে এসব পণ্যসহ দুই যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও বিমানবাহিনীর টাস্কফোর্স।

বুধবার (১৮ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

 

তিনি জানান, এনএসআই-এর গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই টিম, এভসেক এবং বিমানবাহিনী টাস্কফোর্সের সমন্বয়ে দুটি অভিযান চালানো হয়। 

 

আটকরা হলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নিশ্চিন্তপুর এলাকার আহমেদ কবীরের ছেলে মোহাম্মদ আবু নাসের এবং নগরের চান্দগাঁও থানার মিন্টু দেবনাথ।

 

আরও পড়ুন: সংক্রমণ বাড়ায় চট্টগ্রামে করোনার টিকাদান শুরু

 

আবু নাসের সালাম এয়ারের একটি ফ্লাইটে এবং মিন্টু দেবনাথ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অবতরণ করেন।

 

অভিযানকালে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী এবং এনএসআই-এর সহকারী পরিচালক রেজাউল করিম।

 

আটক পণ্য যাত্রীদের ব্যাগেজ সুবিধার অতিরিক্ত থাকায় শুল্ক আইন অনুযায়ী তা জব্দ করে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন