চট্টগ্রাম বন্দরের ইতিহাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং রেকর্ড

৪ সপ্তাহ আগে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) গত আগস্ট মাসে রেকর্ড সংখ্যক কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগাং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) দায়িত্ব নেয়ার মাত্র দুই মাসের মাথায় এক মাসে হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ২২ হাজার ৫০০ কনটেইনার, যা বন্দরের ইতিহাসে সর্বোচ্চ।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে এনসিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টার্মিনালের চিফ অপারেটিং অফিসার ক্যাপ্টেন মো. জাহিদ হোসেন।


তিনি বলেন, 'গত বছরের আগস্টে এই টার্মিনালে কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল ৯৬ হাজার। সেক্ষেত্রে এবারের আগস্টে হ্যান্ডলিং বেড়েছে প্রায় ২৭ দশমিক ৬ শতাংশ। এটি চট্টগ্রাম বন্দরের মাসভিত্তিক হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড।'


ক্যাপ্টেন মো. জাহিদ হোসেন জানান, গত ৭ জুলাই এনসিটির দায়িত্ব গ্রহণ করে সিডিডিএল। এরপর থেকে তাদের দক্ষ ব্যবস্থাপনা, যন্ত্রপাতির সঠিক ব্যবহার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে শুধু কনটেইনার নয়, জাহাজ হ্যান্ডলিংসহ টার্মিনালের সামগ্রিক কার্যক্রমে গতি এসেছে। কমেছে জাহাজের গড় অবস্থানকাল এবং বহির্নোঙরে ওয়েটিং টাইমও।


আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ জট, স্থগিত পেনাল রেন্টও


চলমান অগ্রগতির ধারাবাহিকতা বজায় থাকলে চট্টগ্রাম বন্দরের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা ৩ দশমিক ৭ মিলিয়নে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা।


সিডিডিএল দীর্ঘমেয়াদে এনসিটি পরিচালনা করবে কিনা, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এটি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের বিবেচনার বিষয় বলে জানানো হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন