চট্টগ্রাম বন্দরে পরিবহন মালিকদের ধর্মঘট প্রত্যাহার

৪ সপ্তাহ আগে
চট্টগ্রাম বন্দরে বর্ধিত গেইট ফি স্থগিত করায় পরিবহন মালিকরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। রোববার (১৯ অক্টোবর) দুপুরে বন্দর চেয়ারম্যানের সঙ্গে পরিবহন মালিক- শ্রমিকদের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে বহাল আছে সিঅ্যান্ডএফ এজেন্টদের চার ঘণ্টার কর্মবিরতি।

রোববার বিকেলে পরিবহন শ্রমিক ও মালিক প্রতিনিধিদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের আলোচনা শেষে বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, চট্টগ্রাম বন্দরে ট্রাক, কাভার্ডভ্যান, লরি, ট্রেইলার গতকাল থেকে বন্ধ। আমদানি পণ্য ডেলিভারি বন্ধ ছিল। বন্দর চেয়ারম্যানের সভাপতিত্বে শ্রমিক ও মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে।

 

সরকারি অনুমোদনক্রমে জারি করা এ গেজেট বন্দর প্রশাসন তাৎক্ষণিকভাবে এটা আসলে কোনোরকম কারেকশন কিংবা বন্ধ করতে পারে না। তারপরও পরিবহন শ্রমিকদের বিষয়টা বিবেচনা করে, যেহেতু এ বিষয়টির সঙ্গে দেশের আমদানি-রফতানি জড়িত তাই এ কার্যক্রম দ্রুত চালু হওয়া উচিত। চেয়ারম্যানসহ বন্দরের সদস্যরা সবাই সিদ্ধান্ত নিয়েছেন।

 

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে প্রবেশ ফি বৃদ্ধি, বন্ধ কনটেইনার পরিবহন

 

পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত শুধু যানবাহন খাতে যে ট্যারিফ বাড়ানো হয়েছে তা স্থগিত থাকবে বলেও জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন