জানা যায়, ঢাকার বংশালের আমদানিকারক প্রতিষ্ঠান এসপি ট্রেডার্স গত ৪ অক্টোবর চীন থেকে তিন কনটেইনারে ৬৩ মেট্রিক টন পণ্য আমদানি করে। চালানে পণ্যের বিবরণে ‘পলিঅ্যালুমিনিয়াম ক্লোরাইড’ ঘোষণা দেয়া হয়।
চালানটি খালাসের জন্য আমদানিকারকের পক্ষে গত ৭ অক্টোবর চট্টগ্রামের জুবিলি রোডের সিঅ্যান্ডএফ এজেন্ট সি বার্ড করপোরেশন বিল অব এন্ট্রি দাখিল করে। খালাসের জন্য ট্রাকে পণ্য লোড করার সময় গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউস পণ্যের খালাস স্থগিত করে এবং গত ২৮ অক্টোবর সিঅ্যান্ডএফ প্রতিনিধির উপস্থিতিতে চালানটির কায়িক পরীক্ষা পরিচালনা করে।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে তুলতেই বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন: নৌ উপদেষ্টা
পরীক্ষাকালে চালানে দুই ধরনের পণ্যের অস্তিত্ব পাওয়া যায়। নমুনা সংগ্রহ করে কাস্টম হাউস চট্টগ্রামের ল্যাবে রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার ফলে দেখা যায়, ২৪ মেট্রিক টন পলিঅ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকলেও বাকি ৩৯ মেট্রিক টন পণ্য ঘনচিনি (লিকুইড সুগার কনসেন্ট্রেট) হিসেবে নিশ্চিত হয়।
জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় সরকার আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুসারে ঘনচিনি আমদানিকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
চট্টগ্রাম কাস্টম হাউস সূত্রে জানা গেছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
]]>
২ সপ্তাহ আগে
৫






Bengali (BD) ·
English (US) ·