দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হয়েছে সিলেটে। ব্যাটিং ব্যর্থতায় সেই টেস্টে হারতে হয়েছে বাংলাদেশকে। তবে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্ট মাত্র ৩ দিনেই জিতে নেয় টাইগাররা। এর ফলে সিরিজটি শেষ হয় ১-১ সমতায়। তবে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, তাদের সিরিজ জেতা উচিত ছিল।
২০২৩ সালের নভেম্বর-ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট জিতেছিল বাংলাদেশ। তারপর থেকে ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছিল না টাইগারদের। এই সময়ের মধ্যে ঘরের মাঠে নিউজিল্যান্ড বিপক্ষে একটি, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুই টেস্টের সিরিজেই হোয়াইটওয়াশ হয় টাইগাররা। তবে এই সময়ে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মাঠে গিয়ে টেস্ট জিতেছে শান্ত-মুমিনুলরা।
আরও পড়ুন: এক সেশনেই ধসে গেল জিম্বাবুয়ে, ইনিংস ব্যবধানে জয় বাংলাদেশের
সবশেষ সিলেটে বাংলাদেশ হেরেছে জিম্বাবুয়ের বিপক্ষে। তবে জিম্বাবুয়ের মতো দলের সঙ্গে টেস্ট ম্যাচ হারায় একটু চাপেই ছিলেন শান্তরা। এরপরের ম্যাচেই চট্টগ্রামে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। মাত্র তিন দিনেই হারিয়েছে তারা। এভাবে জেতার পরও সিরিজের ফলাফল নিয়ে খুশি নন শান্ত।
বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেন শান্ত, ‘সত্যি বলতে, আমি খুব বেশি খুশি নই, যদি আপনি দুই ম্যাচের কথা বলেন। আরও ভালো ক্রিকেট খেলা উচিত ছিল, সিরিজটা আমাদের জেতা উচিত ছিল। ওইভাবে চিন্তা করলে আমরা প্রথম ম্যাচটায় মোটেও ভালো খেলতে পারিনি। এই ম্যাচে ভালোভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি।’
আরও পড়ুন: সাকিব ও সোহাগ গাজীর বিরল রেকর্ডে ভাগ বসালেন মিরাজ
শান্ত বলেন, ‘প্রথম টেস্ট ম্যাচটিতে খুব খারাপ খেলেছি, খুবই খারাপ। আমার মনে হয় যে, ওই জায়গা থেকে এমন ছিল না যে এই টেস্ট ম্যাচটি জিততেই হবে বা অনেক বড় ব্যবধানে জিততে হবে। আমরা যেটা চেষ্টা করেছি যে, আমাদের সামর্থ্য কতটুকু, আমরা কতটা পারি।’
শান্ত আরও বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওদের বিপক্ষে টেস্ট জিতেছি আমরা, পাকিস্তানের মতো জায়গায় টেস্ট সিরিজ জিতেছি, আমাদের ওই সামর্থ্য আছে। আমরা ওই ব্যাপারটিই এই ম্যাচ শুরুর আগে চিন্তা করেছি যে, আমাদের যে সামর্থ্য আছে, যে মানের ক্রিকেট আমরা খেলতে পারি, ওই মানের ক্রিকেটই যেন আমরা খেলি। আমার কাছে মনে হয়, যেভাবে আমরা এই ম্যাচ খেলেছি, আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী খেলতে পেরেছি।’
]]>