মৃত ফারজান হোসেন সজীব (৩৬) চট্টগ্রাম নগরীর বকশিরহাট এলাকার রামজয় মহাজন লেইনের বাসিন্দা মো. রফিকের ছেলে।
কারা কর্তৃপক্ষ জানায়, সকালে সজীব বুকে ব্যাথা অনুভব করার কথা জানালে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে রিপোর্ট দিয়েছে চিকিৎসক।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষক কারাগারে
তবে স্বজনদের দাবি, সজীবের মৃত্যু স্বাভাবিক নয় বরং তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, সজীব ২৭ মার্চ থেকে কারাগারের যমুনা ভবনের সাত নম্বর ওয়ার্ডে ছিলেন। সকালে সজীব বুকে ব্যাথা অনুভব করার কথা জানালে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
এর আগে গত ২৭ মার্চ ডাকাতির প্রস্তুতির একটি মামলায় নগরীর কোতোয়ালি থানায় গ্রেফতার সজীবকে কারাগারে পাঠান আদালত।
]]>