চট্টগ্রাম আবাহনীর জালে মোহামেডানের গোল উৎসব

৪ সপ্তাহ আগে
প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার (৪ জানুয়ারি) চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হয়েছিল মোহামেডান। খেলা শুরুর ২০ মিনিটের মাথায়ই ১০ জনের দলে পরিণত হয় সাদা-কালো জার্সিধারীরা। তবে একজন কম নিয়েও দমে যায়নি তারা। দ্বিতয়ার্ধে প্রতিপক্ষের জালে রীতিমতো গোল উৎসব করে মতিঝিলের দলটি।

ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শনিবার চট্টগ্রাম আবাহনীকে ৫-১ গোলে হারিয়েছে মোহামেডান। চলতি মৌসুমে লিগে এখনও পর্যন্ত অপরাজিত আলফাজ আহমেদের দল। ৬ ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো তারা। 

 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে মোহামেডান। ম্যাচের পঞ্চম মিনিটে সানডের শট গোলরক্ষক ফিস্ট করার পর মোজাফফরভের শট রক্ষণে প্রতিহত হয়। ৮ম মিনিটে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পাশ দিয়ে বল বের করেও ঠিকঠাক শট নিতে পারেননি রহিম উদ্দিন। ১৪ মিনিটে মোজাফফরভের বাঁকানো ফ্রি কিক ঝাঁপিয়ে আটকান মোহাম্মদ নাঈম। 

 

আরও পড়ুন: এটাই লিভারপুলে সালাহর শেষ মৌসুম!

 

খেলার ২০ মিনিটে ফাউলের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মোহামেডানের শাকিল আহাদ তপু। লাফিয়ে ওঠা বলে হেড করতে গিয়েছিলেন চট্টগ্রাম আবাহনীর অনিক ঘোষ। একই সময়ে উঁচু করে চালালে সেটা গিয়ে লাগে অনিকের কাঁধের নিচে। প্রচন্ড ব্যথায় মাঠেই তিনি শুয়ে পড়েন। দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তপু। 

 

৪২তম মিনিটে সানডের আচমকা দূরপাল্লার শট চলে পোস্টের বাইরে দিয়ে। প্রথমার্ধের যোগ করা সময়ে ভালো একটি ক্রস বাড়ান শুভ রাজবংশী। কিন্তু সেই ক্রস জালের দিকেই যাচ্ছিল, লাফিয়ে আটকান মোহামেডান গোলকিপার। 

 

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় মোহামেডান। মোজাফফরভের কর্নারে কুলদিয়াতি দারুণ এক হেডে জাল খুঁজে নেয়। ৫৪ মিনিটে দ্বিতীয় গোল হজম করে চট্টগ্রাম আবাহনী। আরিফ হোসেনের আড়াআড়ি ক্রসে গোলমুখে একেবারে ফাঁকায় ছিলেন সানডে। আলতো টোকায় অনায়াসে লক্ষ্যভেদ করেন এই ফুটবলার।

 

আরও পড়ুন: লাল কার্ডের পর বড় শাস্তির মুখে ভিনিসিউস

 

৬৩ মিনিটে আর্নেস বোয়াটেংয়ের শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি সুযোগ কাজে লাগিয়ে দলের হয়ে তৃতীয় গোলটি করেন সৌরভ দেওয়ান। শেষ দিকে আরও দুই গোল হজম করে চট্টগ্রাম আবাহনী। ৮৫ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতি গোল করেন সেলিম রেজা। ৯০ মিনিটে গোল করেন সুমন। 

 

চলতি মৌসুমে টানা ষষ্ঠ ম্যাচ হারার আগে পেনাল্টি থেকে ব্যবধান কমান চট্টগ্রাম আবাহনীর ইমতিয়াজ সুলতান জিতু। বক্সের মধ্যে রাজীবের হাতে বল লাগলে স্পট কিকের বাঁশি বাজান রেফারি। এখনও পর্যন্ত পয়েন্টের খাতা খুলতে পারেনি চট্টগ্রাম আবাহনী। স্বাভাবিকভাবেই আছে পয়েন্ট টেবিলের তলানিতে।

]]>
সম্পূর্ণ পড়ুন