চকলেট দেয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণ!

৩ সপ্তাহ আগে
রাজধানীর শ্যামপুরে চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শারীরিক পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) এ ঘটনায় অভিযুক্ত ৬৫ বছর বয়সী ইউসুফ আলী পাটোয়ারী নামে এক ব্যক্তির বিরুদ্ধে কদমতলী থানায় মামলা করেছের ভুক্তভোগী শিশুটির মা। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে শিশুটিকে ঢামেকে নেয়া হয়। সেখানের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) তার শারীরিক পরীক্ষা করা হচ্ছে। 


কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার


তিনি বলেন, ‘শিশুটির মা কদমতলী এলাকায় ভাঙারির ব্যবসা করেন। শনিবার কাজের উদ্দেশে বের হলে একই এলাকার মো. ইউসুফ আলী পাটোয়ারী (৬৫) নামের এক ব্যক্তি চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি বন্ধ ফ্যাক্টরির তৃতীয় তলায় নিয়ে ধর্ষণ করে। পরে বাসায় ফিরে শিশুটির মা ঘটনার বিস্তারিত জেনে থানায় মামলা করেন।’


তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।


 

]]>
সম্পূর্ণ পড়ুন