চকরিয়ায় অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের ৩ সদস্য আটক

৩ সপ্তাহ আগে
কক্সবাজারের চকরিয়া থেকে ১টি দেশিয় তৈরি এলজি, ২ রাউন্ড গুলি ও লোহার তৈরি হাতুড়িসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক ৩ জনই ডাকাত দলের সদস্য।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী।

 

আটকরা হলেন, চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের পূর্ব বড় ভেওলা সিকদার পাড়ার মৃত জালাল আহমদের ছেলে জিসান (২০), পূর্ব বড় ভেওলা ইউনিয়নের পূর্ব কালাগাজী সিকদার পাড়ার বাদশা মিয়ার ছেলে মোহাম্মদ শাহজাহান (৪২) ও একই উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালীর কালু ফকিরের ছেলে আব্দুল্লাহ (২২)।

 

আরও পড়ুন: সাবেক রাষ্ট্রদূত পিটার হাস কক্সবাজারে

 

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, চকরিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে ডাকাতির প্রস্তুতিকালে ১টি দেশিয় তৈরি এলজি, ২ রাউন্ড গুলি এবং ডাকাতি কাজে ব্যবহৃত লোহার তৈরি হাতুড়িসহ ৩ জন আটক করা হয়।

 

আরও পড়ুন: কক্সবাজারে কোনো হোটেল পরিবেশ দূষণ করলে তা বন্ধের নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার

 

আটকদের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এই ডাকাত দলের সদস্যরা চকরিয়া থানা এলাকাসহ আন্তঃজেলার বিভিন্ন স্থানে অন্যান্য ডাকাত দলের সাথে ডাকাতি করে থাকে। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী।
 

]]>
সম্পূর্ণ পড়ুন