চকরিয়া উপজেলা বিএনপির নতুন কমিটির সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক এম. মোবারক

২ সপ্তাহ আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কক্সবাজারের চকরিয়া উপজেলার শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এনামুল হককে সভাপতি এবং এম. মোবারক আলীকে সাধারণ সম্পাদক করে দুই (২) সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাড. শামীম আরা স্বপ্না এই কমিটি অনুমোদন করেন।


জেলা বিএনপির দফতর সম্পাদক ইউসুফ বদরী জানান, গত ২৩ আগস্ট চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দীন আহমদ।


সম্মেলন উদ্বোধন করেন, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল।


আরও পড়ুন: বিএনপির নতুন ওয়ার্ড কমিটিতে সহ-সভাপতির পদ পেলেন মৃত ব্যক্তি!


প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক অ্যাড. শামীম আরা স্বপ্না।


ইউসুফ বদরী আরও জানান, সম্মেলন ও কাউন্সিলের পর কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এনামুল হককে সভাপতি এবং এম. মোবারক আলীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন