মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাড. শামীম আরা স্বপ্না এই কমিটি অনুমোদন করেন।
জেলা বিএনপির দফতর সম্পাদক ইউসুফ বদরী জানান, গত ২৩ আগস্ট চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দীন আহমদ।
সম্মেলন উদ্বোধন করেন, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল।
আরও পড়ুন: বিএনপির নতুন ওয়ার্ড কমিটিতে সহ-সভাপতির পদ পেলেন মৃত ব্যক্তি!
প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক অ্যাড. শামীম আরা স্বপ্না।
ইউসুফ বদরী আরও জানান, সম্মেলন ও কাউন্সিলের পর কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এনামুল হককে সভাপতি এবং এম. মোবারক আলীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।