তথ্য-প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে সিআইডি বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর চকবাজার এলাকার বড় কাটারা থেকে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার সকাল ১১টায় আসামিকে আদালতে পাঠায়।
আরও পড়ুন: বিশেষ অভিযানে আরও ১৬৯২ জন গ্রেফতার
তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ও ভেজাল কসমেটিক উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত। এসব ভেজাল পণ্য ব্যবহারের ফলে সাধারণ মানুষ ক্যান্সারসহ নানা ধরনের মরণব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে।
আসামির বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ভেজাল ও ক্ষতিকর পণ্যের উৎপাদন ও বিপণনে জড়িত অন্যান্যদেরও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
]]>