সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় মৃত ঘোষণা করেন।
হাসপাতালে শিশুটির বাবা মো. শুভ জানান, তাদের বাড়ি শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলায়। তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক। চকবাজার জেলখানা স্টাফ কোয়ার্টারে তার এক স্বজনের বাসায় সপরিবারে বেড়াতে গিয়েছিলেন। সোমবার বিকেলে বাসার পাশে খেলছিল শিশুটি। এর কিছুক্ষণ পর পাশেই পানির হাউজে পড়ে যায় সে। তবে দেখতে না পেয়ে তাকে খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে হাউজের ভিতর দেখতে পেয়ে সেখান থেকে তাকে তুলে হাসপাতালে নিয়ে আসা হয়।
আরও পড়ুন: মহাখালীতে লেকের পানিতে শিশু নিখোঁজ
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মৃত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত্যুর বিষয়টি পরিবারকে নিশ্চিত করার পর স্বজনরা মরদেহ হাসপাতাল থেকে নিয়ে চলে গেছে। ঘটনাটি চকবাজার থানাকে জানানো হয়েছে।