উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের আয়োজনে শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব দলিল উদ্দিন মণ্ডল তাদের হাতে ক্রেস্ট তুলে দেন।
আরও পড়ুন: হিলি বন্দর দিয়ে বেড়েছে কাঁচামরিচ আমদানি
ভালো ফলাফল করতে পড়ালেখার কোনো বিকল্প নেই, তাই শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান বক্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার আব্দুল আল মামুন কাওসার শেখ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক প্রমুখ।
]]>