রোববার (১২ অক্টোবর) দুপুরে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
আহত আব্দুর রকিব মুজিবনগরের ৬নং ওয়ার্ডের মেম্বর। তাকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত ওমর ফারুক উপজেলার ৭নং ওয়ার্ডের মেম্বর। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: যুবককে তুলে নিয়ে কুপিয়ে জখম, আ.লীগ নেতা গ্রেফতার
জানা গেছে, উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা (ওয়ার্ড মেম্বর) পরিষদের বরাদ্দের টিআর, কাবিখা বণ্টন নিয়ে আলোচনা করছিলেন। এ সময় মেম্বর ওমর ফারুকের সঙ্গে মেম্বর আব্দুর রকিবের তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে সবার সামনে আব্দুর রকিবের নাকের ওপরে ঘুষি দেন ওমর ফারুক। এতে আব্দুর রকিব মেম্বরের নাক ফেটে রক্ত বের হতে থাকে।
আরও পড়ুন: শার্শায় সালিশে বিএনপির ৫ কর্মীকে পিটিয়ে জখম
তাকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিরোধের বিষয়ে বাগোয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, সবার সামনেই ঘটনাটি ঘটেছে; যা খুবই দুঃখজনক। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে।