ঘুষ নেয়ার অভিযোগে ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

৪ সপ্তাহ আগে
ঘুষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পিপলু বড়ুয়াসহ ছয়জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) তাদের প্রত্যাহার করা হয়। তবে মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।


হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই সিলেট থেকে আসা ঢাকাগামী পণ্যবাহী একটি কাভার্ডভ্যান আটক করে খাঁটিহাতা থানা পুলিশের একটি দল। পরে কাভার্ড ভ্যানটিতে অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ এনে ৯০ হাজার টাকা ঘুষ নেন। এ নিয়ে বেসরকারি একটি টেলিভিশনে সংবাদ প্রচারের পর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে থানার ওসিসহ ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপারের কার্যালয়ে যুক্ত করা হয়।

আরও পড়ুন: ৯৯৯-এ ফোন করে ছিনতাইয়ের অভিযোগ দিয়ে নিজেই গ্রেফতার!

পুলিশ সংগঠনের কারণে চলমান মহাসড়কের যানজট দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। মঙ্গলবার দিনভর মহাসড়কের আশুগঞ্জ গোল চত্বর থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত অন্তত ২১ কিলোমিটার পথে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে ছয়জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে। তদন্তে সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে হাইয়ে থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা যোগদান করবেন বলে জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন