ঘুরে দাঁড়িয়েও বড় ব্যবধানে হার মায়ামির

১৮ ঘন্টা আগে
গেল ম্যাচে টরন্টো এফসির বিপক্ষে ড্রয়ের পর বুধবার (১ অক্টোবর) শিকাগোর কাছে বড় ব্যবধানে হেরেছে ইন্টার মায়ামি। চেজ স্টেডিয়ামে শিকাগোর কাছে ৫-৩ গোলে হেরেছে মেসির দল।

মায়ামি-শিকাগো ম্যাচের দুই হাফে চারটি করে মোট আটটি গোল হয়েছে। বল দখন ও আক্রমণে এগিয়ে থাকা মায়ামি অবশ্য ম্যাচের নবম মিনিটেই গোল হজম করতে বসেছিল। ডি-বক্সের ভেতরে প্রতিপক্ষ ফুটবলারের এক শট দারুণভাবে সেভ করেন মায়ামির গোলকিপার অস্কার উস্তারি।


তবে বেশিক্ষণ দলকে গোল হজম থেকে বাঁচিয়ে রাখতে পারেননি উস্তারি। ১১তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে শিকাগোকে লিড এনে দেন তাহ ডি'আভিলা। এরপর ছোট ছোট আক্রমণে মায়ামিকে চাপে রাখে সফরকারীরা। ২০তম মিনিটে মেসির ফ্রি-কিক ঠেকিয়ে দেন প্রতিপক্ষের গোলকিপার।


আরও পড়ুন: ইসরায়েলকে নিষিদ্ধ করতে উয়েফায় চিঠি দিলেন ৫০ খেলোয়াড় 


৩১তম দ্বিতীয় গোল হজম করে মায়ামি। মাঝ মাঠ থেকে গোল পেয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন জোনাথান ডিন। গোলকিপার কোনো সুযোগই পায়নি বল ধরার। তবে ৩৯তম মিনিটে এক গোল শোধ দেন মায়ামির টমাস অ্যাভিলেস। কিন্তু প্রথম হাফ শেষ হওয়ার ঠিক আগে আরও একটি গোল করে শিকাগো। ৪৩তম মিনিটে ডি-বক্সের ভেতরে মায়ামির দুই ডিফেন্ডারকে কাটিয়ে জাল খুঁজে নেন কুয়ামে।


তবে দ্বিতীয় হাফে দুই গোল শোধ দিয়ে ম্যাচে সমতায় ফেরে মায়ামি। ৫৭ ও ৭৪ মিনিটে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ। প্রথমটি আসে রদ্রিগেজের অ্যাসিস্ট থেকে আর পরের গোলের সহায়ক ছিলেন আলবা।


তবে নির্ধারিত সময় শেষ হওয়ার আগে আরও দুই গোল হজম করে মায়ামি। ৮০তম মিনিটে জাস্টিন রেনল্ডস এবং তার তিন মিনিট পর ব্রায়ান গুতেরেস শিকাগোর বড় জয় নিশ্চিত করে।


৩১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে মেসির মায়ামি। ৩২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে শিকাগো।   

]]>
সম্পূর্ণ পড়ুন