ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল নারীর

১ সপ্তাহে আগে
কুষ্টিয়ার কুমারখালীতে গরুর খাবারের জন্য ঘাস কাটা যন্ত্রে ঘাস কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অনিতা মণ্ডল (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ জুন) দুপুরে উপজেলার সদকী ইউনিয়নের দরবেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের সাধু চরণের স্ত্রী।


মৃতের মেয়ে বৃষ্টি মণ্ডলের ভাষ্য, সকালে গরুর খাবারের জন্য মা বৈদ্যুতিক কাটার যন্ত্রে ঘাস কাটতে যায়। এ সময় বিদ্যুতায়িত হয়ে চিৎকার চেঁচামেচি করলে আশপাশের প্রতিবেশীরা ছুটে আসেন এবং মাকে আহত অবস্থায় উদ্ধার করে  উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সরকারি জলাশয় নিয়ে দুই জেলে সমিতির পাল্টাপাল্টি অভিযোগ

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, বৈদ্যুতিক যন্ত্রে ঘাস কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। কারো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন