শনিবার (৩ মে) বিকেলে উপজেলার দেবগ্রামের মধ্যপাড়ার কাদির মোল্লার বাড়ির পাশের একটি ঘর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
তোফাজ্জল ওই এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে দেবগ্রামের মধ্যপাড়ার কাদির মোল্লার বাড়ির পাশে তোফাজ্জলের বসতঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এ সময় প্রতিবেশীদের সন্দেহ হয়। তার বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে প্রতিবেশীরা দরজা খুলে ঘরের মেঝেতে তোফাজ্জলের নিথর দেহ দেখতে পান।
আরও পড়ুন: খিলগাঁওয়ে নিরাপত্তাকর্মীর ‘রহস্যজনক’ মৃত্যু
এলাকাবাসী জানান, তোফাজ্জল একাই থাকতেন। কারও সঙ্গে তেমন মিশতেন না, সবসময় একই পোশাক পরতেন এবং অস্বাভাবিক আচরণ করতেন।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমি উদ্দিন জানান, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং একাই থাকতেন। তার মৃত্যুর বিষয়টি প্রথমে কেউ টের পাননি। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানো হয়েছে।
]]>