ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের কাছে ৩-০ গোলে হেরেছে ইউনাইটেড। এই জয়ে এক লাফে পয়েন্ট টেবলের পঞ্চম স্থানে উঠেছে বোর্নমাউথ। আর ইউনাইটেড নেমেছে ১৩ নম্বরে। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ২২।
ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে কোনো আক্রমণকেই পূর্ণতা দিতে পারছিল না ভালো ফিনিশিংয়ের অভাবে। উল্টো ২৩ মিনিটে প্রথম গোল করে বসে বোর্নমাউথ। ম্যাচের ২৩ মিনিটে ডান দিকের সাইডলাইন থেকে ফ্রি কিকে বক্সে ক্রস বাড়ান রায়ান ক্রিস্টি। আর দারুণ হেডে স্বাগতিকদের স্তব্ধ করে গোল করেন ১৯ বছর বয়সী ডিফেন্ডার হাউসেন।
গোল করার পর আরও উজ্জীবিত হয়ে ওঠে বোর্নমাউথ। ২৫ মিনিটে আবারও দারুণ আক্রমণ করে তারা। তবে এবার এভানিলসনের অ্যাক্রোবেটিক শট কোনোমতে রুখে দেন গোলরক্ষক। বিরতির আগে খানিকটা চাপ তৈরি করে ইউনাইটেড। তবে কোনো আক্রমণই পূর্ণতা দিতে পারেনি তারা।
আরও পড়ুন: কনসার্টের আগে এক মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত বিসিবির
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে নেমে শুরুতেই স্তব্ধ হয়ে যায় ইউনাইটেড। পরপর দুই মিনিটে দুই গোল করে জয় নিশ্চিত করে ফেলে বোর্নমাউথ। ৬১ মিনিটে প্রথম গোলটি করে পেনাল্টি থেকে। জাস্টিন ক্লুইভার্টকে ডি-বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় বোর্নমাউথ। স্পটকিক থেকে জালে বল জড়িয়ে স্কোরলাইন ২-০ করেন ক্লুইভার্ট। দুই মিনিটের ব্যবধানে ম্যাচের তৃতীয় গোলটি করেন আন্তোইন সোমেনিও।
ম্যাচের বাকি সময় একের পর এক চেষ্টা করেছে ইউনাইটেড। তবে ভালো ফিনিশিংয়ের অভাবে কোনো আক্রমণ পূর্ণতা পায়নি।
]]>