রোববার (১৬ নভেম্বর) রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৪৫.২ ওভারে ২১১ রানে অলআউট হয় সফরকারীরা। লক্ষ্য তাড়া করতে নেমে ৩২ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ তে জিতলো পাকিস্তান।
পাকিস্তানে ১৮ নভেম্বর থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। সেই টুর্নামেন্টেই খেলার অপেক্ষায় এখন শ্রীলঙ্কা। পাকিস্তান ও শ্রীলঙ্কা ছাড়া এই টুর্নামেন্টের আরেক দল জিম্বাবুয়ে।
আরও পড়ুন: এনএসসিতে পাঠানো সেই চিঠিতে নকল স্বাক্ষর, দাবি রিয়া আক্তারের
দ্বিতীয় ও পঞ্চম উইকেটের জুটিতে শ্রীলঙ্কার সাদামাটা লক্ষ্যকে আরও সহজ বানিয়ে ফেলে পাকিস্তান। মহীশ থিকশানার করা চতুর্থ ওভারে পাকিস্তান ওপেনার হাসিবুল্লাহ খান আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে ৬৮ বলে ৭৪ রানের জুটি গড়েন বাবর আজম ও ফখর জামান। ৫২ বলে ৩৪ রান করে আউট হন বাবর আজম। আর ফখরের ব্যাট থেকে আসে ৪৫ বলে ৫৫ রান।
এরপর এক প্রান্ত আগলে রেখে পাকিস্তানকে জয় এনে দেন চার নম্বরে ব্যাট করতে নামা মোহাম্মদ রিজওয়ান। ৯২ বলে ৬১ রানে অপরাজিত থাকেন এই উইকেটরক্ষক ব্যাটার। জয়ের পথে পঞ্চম উইকেটে হুসেইন তালাতের সঙ্গে ১২২ বলে ১০০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন রিজওয়ান। তালাত অপরাজিত ছিলেন ৪২ রানে।
আরও পড়ুন: প্রথমবার দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলা নিয়ে রোমাঞ্চিত সাইফ
শ্রীলঙ্কার ইনিংসে কেউই সেভাবে উইকেটে থিতু হতে পারেননি। ইনিংসে সর্বোচ্চ ৬৫ বলে ৪৮ রান করেন সাদিরা সামারাবিক্রমা। তাছাড়া আর কেউই ইনিংস বড় করতে পারেননি। অধিনায়ক মেন্ডিস করেন ৩৪ রান, পবন রত্নায়েকের ব্যাট থেকে এসেছে ৩২ রান।
]]>
১ সপ্তাহে আগে
৩






Bengali (BD) ·
English (US) ·