রোববার (১৬ নভেম্বর) ইডেন গার্ডেন্সে ভারতের ৩০ রানের হারের পর দেখা গেল এক বিরল দৃশ্য। শান্ত ও স্থির স্বভাবের জন্য পরিচিত চেতেশ্বর পূজারা রীতিমতো ভারতীয়দের জঘন্য পারফরম্যান্সে ক্ষোভ উগরে দিয়েছেন। এই অপ্রত্যাশিত হারকে তিনি লাইভ টেলিভিশনে 'অগ্রহণযোগ্য' বলে মন্তব্য করেছেন।
রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনের অবসরের পর ভারত দল যে এক রূপান্তরপর্বের মধ্যে আছে তা গোপন নয়, কিন্তু ৩৭ বছর বয়সী পূজারা সেই যুক্তিকে গুরুত্ব দিতে নারাজ। তার মতে, ঘরের মাঠে ভারতের মতো প্রতিভা-সমৃদ্ধ দল এভাবে হারতে পারে না।
স্টার স্পোর্টসে আলোচনার সময় পূজারা বলেন, 'আমি এই কথার সঙ্গে একমত নই। ট্রানজিশন-এর কারণে ভারতীয় দল ভারতে হেরে যাবে, এটা হজম করা যায় না।'
আরও পড়ুন: চোটে পড়লেন শেষ ৪ ওয়ানডের তিনটিতে ফিফটি করা মিচেল
তিনি আরও বলেন, 'ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ট্রানজিশনের কারণে ভারত হেরেছে—তা মেনে নেওয়া যায়। কিন্তু ভারতের যে প্রতিভা ও সক্ষমতা আছে, যশস্বী জয়সওয়াল, কে.এল. রাহুল, ওয়াশিংটন সুন্দর ও শুভমন গিলের প্রথম শ্রেণির রেকর্ডগুলো দেখুন। এমন রেকর্ড থাকা সত্ত্বেও যদি আমরা ভারতে হারি, তাহলে বুঝতে হবে কোথাও না কোথাও ভুল হচ্ছে।'
তবে পূজারার মতে, কলকাতায় ভারতের পরাজয়ের মূল কারণ ছিল ‘অতিরিক্ত টার্নিং উইকেটের ওপর নির্ভরশীলতা’।
তিনি ব্যাখ্যা করেন, 'ভালো উইকেটে এই টেস্টে ভারতের জেতার সম্ভাবনা বেশি ছিল। টেস্ট কি? কোন উইকেটে আপনার জয়ের সম্ভাবনা বেশি থাকে? এমন উইকেটে সেই সম্ভাবনা কমে যায় এবং প্রতিপক্ষ আপনার সমান হয়ে যায়।'
রোববারের এই হার ছিল গত ছয়টি হোম টেস্টে ভারতের চতুর্থ হার, যার মধ্যে রয়েছে গত বছর পুনে ও মুম্বাইয়ের টার্নিং ট্র্যাকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হারের লজ্জা। এই পরাজয় আবারও আলোচনায় ফিরিয়ে এনেছে—স্পিনের বিপক্ষে ভারতীয়দের সহজাত দক্ষতার ঐতিহাসিক ধারায় কি ছেদ পড়েতে চলেছে?
]]>

২ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·