ঘরে বসে আয়ের লোভ দেখিয়ে অর্থ আত্মসাৎ, চীনা নাগরিকসহ গ্রেফতার ৫

২ সপ্তাহ আগে
ঘরে বসে আয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে চীনা নাগরিকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

 

এ সময় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার এসএম শফিকুল ইসলাম, ডিসি (উত্তর) রেজাউর রহমান, ডিসি (দক্ষিণ) অশোক কুমার পাল, সহকারী কমিশনার (ডিবি) আমির হোসেন উপস্থিত ছিলেন।

 

গ্রেফতার পাঁচজন হলেন, চীনা নাগরিক মা ফিউবিন, বাংলাদেশি নাগরিক মো. আসাদুজ্জামান, মাসুম বিল্লাহ, আব্দুস সাত্তার ও মো. মিজানুর রহমান।

 

আরও পড়ুন: জন্মের পরই ঝোপে ফেলে দেয় শিশুটিকে!

 

উপ-পুলিশ কমিশনার এসএম শফিকুল ইসলাম জানান, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মঙ্গলবার ভোরে ওই পাঁচজনকে আটক করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল জব্দ করা হয়। অপরাধীদের বিরুদ্ধে জিএমপির সদর থানায় নিয়মিত মামলা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন