ঘরে ঢুকে চাচা-ভাতিজাকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু

২ সপ্তাহ আগে
জামালপুরের মাদারগঞ্জে ঘরে ডুকে ছুরিকাঘাত করে মাসুদ প্রামানিক (২৩) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় আহত তার ভাতিজা রুবেল প্রামানিককে মুমূর্ষু অবস্থায় জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার (১৩ জুলাই) সকালে উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নের গোয়ালেকান্দা গ্রামে এই ঘটনা ঘটেছে।

 

পুলিশ জানিয়েছে, চাচা মাসুদ-ভাতিজা রুবেল তাদের বসত ঘরে ঘুমিয়ে থাকাবস্থায় দুর্বৃত্তরা তাদের উপর ছুরিকাঘাতে শরীর ক্ষতবিক্ষত করে চলে যায়। এতে ঘটনাস্থলেই মাসুদ প্রামানিকের মৃত্যু হয়।

 

মুমূর্ষুবস্থায় রুবেল প্রামানিককে প্রথমে মাদারগঞ্জ এবং পরে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন: জামালপুরে প্রেমের ফাঁদে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

 

নিহতের বাবা শভা প্রামানিক জানান, রুবেল প্রামানিকের বড় ভাই বিদেশ থেকে আসছে। তাকে আনার জন্য রাতে তার মা-বাবা রাজধানীতে চলে যান। এজন্য রাতে চাচার সাথে রুবেল ঘুমিয়ে ছিল। সকালে তাদের ডাকাডাকি করে দরজা না খোলায় দরজা ভেঙে ঘরে ঢুকে তাদের রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে মাসুদ প্রামানিকের মরদেহ উদ্ধার করে।

 

আরও পড়ুন: জামালপুরে নদে নিখোঁজ আফসানার ভাসমান মরদেহ উদ্ধার

 

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, মাসুদ প্রামনিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। রুবেল প্রামানিক মুমূর্ষুবস্থায় জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছি। তদন্ত কাজ চলছে। তদন্তের পর বিস্তারিত জানতে পারবো।

]]>
সম্পূর্ণ পড়ুন