ঘর থেকে বের হতে না দেয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী!

১৬ ঘন্টা আগে
পটুয়াখালীর দশমিনায় পারিবারিক ঝামেলার জেরে মো. কাওসার (২২) নামে এক যুবকের গোপনাঙ্গ কেটে দেয়ার অভিযোগ ওঠেছে তার স্ত্রী ফারজানার বিরুদ্ধে।

বৃহস্পতিবার(৮ মে ) বিকেলে ৫টায় দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

আহত মো. কাওসার আউলিয়াপুর গ্রামের কামাল হাওলাদারের ছেলে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকায় কাওসারের সাথে পরিচয়ের পর প্রেম, পরে বিয়ে হয় তাদের। ফারজানার দ্বিতীয় স্বামী কাওসার। আগের স্বামীর ঔরসে ২ সন্তান ফারজানার। প্রথম স্বামীকে তালক দিয়ে ফরজানা প্রেমের টানে কাওসারকে বিয়ে করে কাওসারের বাড়ি উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর চলে আসে।

 

আরও পড়ুন: নেত্রকোনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

ঘটনার সময় দুইজন তর্কবিতর্ক করার এক পর্যায়ে স্ত্রী ফারজানা স্বামীর চোখ বেঁধে গোপনাঙ্গ চাকু দিয়ে কেটে দেয়। কাওসার ডাকচিৎকারে বাড়ির লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেয়।

 

আহত কাওসার জানান, ফরজানার সাথে ঢাকায় পরিচয় পরে বিয়ে করে বাড়ি নিয়ে আসি। আমি জানতাম না তার ২টি সন্তান ও স্বামী আছে। আজ ফারজানার বাবার বাড়ি রংপুরে যাবার কথা। এক সময় আমাকে ওড়না দিয়ে চোখ বেঁধে গোপনাঙ্গ চাকু দিয়ে কেটে দেয়।

 

আরও পড়ুন: সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

 

কাওসারের পুরুষাঙ্গ কাঁটার বিষয় সত্যতা স্বীকার করে ফারজানা বলেন, কাওসারের সাথে আমার পরিচয় হবার পর আমাকে নানা ভাবে প্রলোভন দেখিয়ে আগের স্বামীকে তালাক দিয়ে আমার বাসার প্রায় ২ লাখ টাকার মালামাল বিক্রি করে তার গ্রামের বাড়ি নিয়ে আসে। আমাকে ঘর থেকে বের হতে দেয় না। আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। তাই আমি এ কাজ করছি।

 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, ঘটনার বিষয় জানা নেই, এই শুনলাম। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন