ঘর থেকে প্রতিবন্ধী মেয়ে ও মায়ের মরদেহ উদ্ধার

১ সপ্তাহে আগে
টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার এলাকায় প্রতিবন্ধী মেয়ে ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মা শাহনাজ বেগম (৫৮) ও মেয়ে সাজেদার (২৬) মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

স্থানীয়রা জানান, কৃষক শামছুল আলমের স্ত্রী শাহনাজ বেগম দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। অন্যদিকে তাদের প্রতিবন্ধী মেয়ে সাজেদাও অসুস্থ ছিল। 

 

গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘শাহনাজ বেগম দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। প্রতিবন্ধী মেয়েটিও খুব অসুস্থ ছিল। মানসিক ও আর্থিক টানাপোড়েনে হয়তো মেয়েকে হত্যার পর মা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন।’

 

আরও পড়ুন: টাঙ্গাইলে সড়কে প্রাণ গেল যুবকের, বাসে আগুন

 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা এবং মানসিক চাপের কারণে তারা এমন ঘটনা ঘটাতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।’

 

]]>
সম্পূর্ণ পড়ুন