সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সালাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে রোববার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১২টা থেকে এই ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। এ সময় মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় ৫টি ফেরি।
আরও পড়ুন: পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘাট কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে নৌরুট ২টিতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে ফেরি চলাচলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়ানোর জন্য এই দুটি নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। এতে যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে ছোট-বড় ৫টি ফেরি। ৭ ঘণ্টা পর কুয়াশার মাত্রা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সালাম হোসেন জানান, কুয়াশার মাত্রা কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।