গ্লোবাল সুপার লিগের জন্য দল ঘোষণা রংপুরের

২ সপ্তাহ আগে
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর শুরু হচ্ছে আগামী ২০ জুলাই। আসন্ন মৌসুমের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে জিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।

জাতীয় দল শ্রীলঙ্কা সফরে থাকায় রংপুরের কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাওয়া নিয়ে ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শেখ মেহেদী হাসান এবং রিশাদ হোসেনকে ছাড়পত্র না দিলেও, টি-টোয়েন্টি দলের পরিকল্পনায় না থাকায় সৌম্য সরকারকে রংপুরের হয়ে খেলতে দেখা যাবে।


রংপুরকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। তার সঙ্গে দেশি ক্রিকেটার হিসেবে রংপুর রাইডার্সের স্কোয়াডে আছেন—সৌম্য সরকার, নাইম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল ইসলাম ও ইয়াসির আলী রাব্বি।
​​​​​​


আরও পড়ুন: দ্বিতীয়বারের মতো বিগব্যাশে রিশাদ, এবার খেলতে দেবে বিসিবি? 


বিদেশি তারকাদের মধ্যে রয়েছেন—কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), তাবরাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), আকিফ জাভেদ (পাকিস্তান), হারমিত সিং (ভারত), খাওয়াজা নাফে ও ইফতেখার আহমেদ (পাকিস্তান)।


প্রথম আসরের মতো এবারও এই টুর্নামেন্টে খেলবে পাঁচ দল। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়নদের নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। গতবারের মতো এবারও টুর্নামেন্টটি আয়োজন করবে গায়ানা। রংপুর ছাড়াও টুর্নামেন্টে অংশ নেবে বিগ ব্যাশের চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স, সুপার স্ম্যাশের শিরোপাজয়ী সেন্ট্রাল স্ট্যাগস, আইএলটি-২০ এর চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস, সিপিএলের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।


রংপুর রাইডার্স স্কোয়াড 

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, নাইম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাওয়াজা নাফে।

]]>
সম্পূর্ণ পড়ুন