গ্লোবাল সুপার লিগকে সামনে রেখে রংপুরের দল গোছানো শুরু

২ সপ্তাহ আগে
গায়ানায় অনুষ্ঠিতব্য গ্লোবাল টি-টোয়েন্টি লিগের শিরোপা ধরে রাখতে দল গোছানো শুরু করেছে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। তবে প্রায় একই সময়ে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ থাকায় দেশি ক্রিকেটারের চাইতে বিদেশি ক্রিকেটারদের ওপর বেশি ঝুঁকছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দেখা যেতে পারে নাঈম শেখ, বিজয়, মিরাজ আর রিয়াদকে।

দেশের জন্য যে অভিজ্ঞতা ছিলো একেবারেই প্রথম, বাংলাদেশি কোনো দল জিতেছে বৈশ্বিক টুর্নামেন্টের শিরোপা। গেল গ্লোবাল সুপার লিগ জিতে যে বিরল অর্জন রংপুর রাইডার্সের। আগামী ১০–১৮ জুলাই গায়ানায় বসবে গ্লোবাল সুপার লিগের এবারের আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায়, বিপিএল চ্যাম্পিয়ন বরিশালকে টপকে একমাত্র দল হিসেবে যেখানে অংশ নেবে রংপুর।


আড়াই মাসের মতো বাকি থাকায় দল গোছানোর কাজ শুরু করেছে রংপুর। তবে বাঁধ সেধেছে বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ। আনুষ্ঠানিকভাবে শিডিউল ঘোষণা করা না হলেও জানা গেছে ২০, ২২ ও ২৪ জুলাই হবে ম্যাচ তিনটি। তাই ডিপিএলে পারফর্ম করা নাঈম শেখ, এনামুল হক বিজয়, মিরাজ কিংবা অভিজ্ঞ মাহমুদউল্লাহকে দলে ভেড়াতে চায় রংপুর। বিদেশি কোটায় মোহাম্মদ নবি, কাইল মায়ার্স, আজমতউল্লাহ ওমরজাই, হার্মিত, আকিব জাবেদ, খাজা নাফেকে টানছে তারা।


আরও পড়ুন: ফের শাস্তি পেলেন হৃদয়, নতুন করে ৪ ম্যাচ নিষিদ্ধ


দলটির টিম ডিরেক্টর শানিয়ান তানিম বলেন, ‘ওই সময়ে পাকিস্তান বাংলাদেশে আসবে। তাই জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের নিয়ে কীভাবে শক্ত দল গড়া যায় সেই চেষ্টা করব। আবার বোর্ড যদি জাতীয় দলের ক্রিকেটারদের এনওসি দেয়, তাহলে তাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব।’


গেলবার রংপুরের জার্সিতে গ্লোবাল সুপার লিগ খেললেও জানা গেছে এবার রিশাদকে চায় বিগব্যাশের ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হারিকেনস। রাইডার্সের সঙ্গে চুক্তি থাকলেও এই সিদ্ধান্ত রিশাদের ওপরই ছেড়ে দিয়েছে রংপুর। শাহনিয়ান তানিম বলেন,আমরা রিশাদকে একটা জিনিস অফার করতে পারব। হোবার্ট যদি চায় তবে যেতে পারে। সেটা ভালো অফার। সেটা রিশাদের সিদ্ধান্ত, আমরা কাউকে জোর করব না।’


ব্যক্তিগত ব্যস্ততার জন্য এ আসরে কোচ হিসেবে মিকি আর্থারকে পাবে না রংপুর।

]]>
সম্পূর্ণ পড়ুন