গ্রেফতারের সময় ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা

৪ দিন আগে
বগুড়ায় গ্রেফতারের সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর লুৎফর রহমান মিন্টু (৪৩) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা৷ শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে শহরের মানিকচক এলাকায় এ ঘটনা ঘটে৷ আহত মিন্টু বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন আছেন।

আহত মিন্টু শহরের মানিকচক কর্ণপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি বগুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

 

পুলিশ জানায়, স্থানীয় ঘটনাকে কেন্দ্র করে একটি হত্যা মামলায় দীর্ঘদিন মিন্টু জেলে ছিলেন। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে তিনি পুরোপুরি গা ঢাকা দেয়। শুক্রবার মিন্টু শহরের মানিকচক কর্ণপুর এলাকায় নিজ বাড়িতে যাওয়ার খবর ছড়িয়ে পরলে বিক্ষুব্ধ হাজারো মানুষ সেখানে ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে সেখান থেকে নিয়ে আসার সময় দুর্বৃত্তরা মিন্টুর শরীরের একাধিক জায়গায় ছুরিকাঘাত করে। ওই সময় পরিস্থিতি সামলিয়ে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়।

 

আরও পড়ুন: বগুড়ায় ক্যানসার-হার্টের রোগীদের চিকিৎসায় তারেক রহমানের আর্থিক সহায়তা

 

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, হাসপাতালে মিন্টুর অস্ত্রপাচার করা হচ্ছে। একাধিক মামলায় থাকায় তাকে গ্রেফতার দেখানো হবে। এছাড়াও দুর্বৃত্ত যারা ছুরিকাঘাতের সঙ্গে জড়িত তাদের শনাক্ত করেও আইনি ব্যবস্থা নেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন