গ্রীষ্মেও কুয়াশায় ঢাকা পঞ্চগড়, চমকে গেলেন স্থানীয়রা

৩ সপ্তাহ আগে
গ্রীষ্মের প্রচণ্ড খরতাপের মধ্যেই পঞ্চগড়ে দেখা দিয়েছে ঘন কুয়াশা।

মঙ্গলবার (১০ জুন) ভোর রাত থেকে সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়তে দেখা গেছে। এই অস্বাভাবিক আবহাওয়ায় চমকে গেছেন স্থানীয় বাসিন্দারা।

 

তেঁতুলিয়ার দেবনগড় ইউনিয়নের বাসিন্দা জমিরুল ইসলাম বলেন, ‘গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরম। দিন-রাত কষ্টে যাচ্ছিল। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ কুয়াশায় ঢাকা।’

 

স্থানীয় মাসুদ রানা বলেন, ‘এমন ব্যতিক্রমী আবহাওয়া আগে কখনো দেখিনি। প্রতিদিন সকালে হাঁটতে বের হই, কিন্তু আজ উঠেই অবাক হয়ে গেছি। প্রায় সকাল আটটা পর্যন্ত কুয়াশা ছিল।’

 

আরও পড়ুন: চৈত্রের খরতাপের মাঝেও কেন ঘন কুয়াশা পঞ্চগড়ে?

 

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় সময় সংবাদকে বলেন, ‘আকাশে ধূলিকণার পরিমাণ বেড়ে যাওয়ায় তা জমে কুয়াশা সৃষ্টি হয়েছে।’

 

তিনি জানান, মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল রোববার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

 

তিনি আরও জানান, গ্রীষ্মের তাপপ্রবাহের মধ্যে আগামী ১৪ জুন থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন