‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেল আদজি ট্রিমস লিমিটেড

২ সপ্তাহ আগে
বাংলাদেশের পরিবেশবান্ধব শিল্পায়নের অগ্রযাত্রায় যুক্ত হলো আরেকটি গৌরবময় অর্জন-আদজি ট্রিমস লিমিটেড (ইনডেট গ্রুপ)। পরিবেশ সংরক্ষণ ও টেকসই উৎপাদনে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫’।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে আদজি ট্রিমস লিমিটেড (ইনডেট গ্রুপ)-এর ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ারের হাতে এই পুরষ্কার তুলে দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।


২০২৫ সালের গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ডের জন্য ১৬টি শিল্পখাত থেকে মোট ৩০টি কারখানা নির্বাচিত হয়েছে।পরিবেশবান্ধব কার্যপ্রণালী, জ্বালানি দক্ষতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং কর্মপরিবেশে উৎকর্ষতার ভিত্তিতে এই পুরস্কার দেয়া হয়েছে।


বিশেষভাবে উল্লেখযোগ্য যে, ট্রিমস, প্যাকেজিং ও অ্যাকসেসরিজ সেক্টরে এটিই প্রথম গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড, যা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে। এটি শুধু আদজি ট্রিমস লিমিটেড-এর নয়, বরং পুরো সেক্টরের জন্য একটি যুগান্তকারী সাফল্য ও অনুপ্রেরণা।


এছাড়াও গর্বের সঙ্গে জানানো যাচ্ছে যে, আদজি ট্রিমস লিমিটেড অর্জন করেছে LEED Platinum Certificate, যেখানে প্রতিষ্ঠানটি পেয়েছে ৯৪ স্কোর-যা বিশ্বে ট্রিমস, প্যাকেজিং ও অ্যাকসেসরিজ শিল্পে সর্বোচ্চ। এটি শুধু আদজি ট্রিমস নয়, বরং বাংলাদেশের জন্যও গর্ব ও অহংকারের বিষয়।


আদজি ট্রিমসের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ার বলেন, ‘এই সম্মান আমাদের সকল কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা বিশ্বাস করি, টেকসই উন্নয়নই আগামী দিনের শিল্পখাতের চালিকাশক্তি। এই অর্জন আমাদের আরও দায়িত্ববান করে তুলবে।’


আরও পড়ুন: গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেল রিমার্ক


তিনি আরও বলেন, ‘এই স্বীকৃতি আদজি ট্রিমস লিমিটেড (ইনডেট গ্রুপ)-কে ভবিষ্যতে আরও পরিবেশবান্ধব প্রযুক্তি, দক্ষ জনবল এবং উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে অনুপ্রাণিত করবে।’


প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকেই আদজি ট্রিমস লিমিটেড সবসময় কাজ করে যাচ্ছে একটি ‘গ্রিন ইন্ডাস্ট্রি’ গঠনের লক্ষ্যে। এই পুরস্কার সেই দীর্ঘ প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।


অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক ১৬টি ভিন্ন ভিন্ন শিল্পখাতের ৩০টি কারখানাকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ দেয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম, কর্মসংস্থান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. সাখাওয়াত হোসেন (অবসরপ্রাপ্ত) এবং বিশেষ অতিথি ছিলেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ.এইচ.এম. শফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি আর্দাশীর কবীর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মোসিন, এবং ত্রিপক্ষীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন