গ্রামে প্রকাশ্যে অস্ত্র প্রশিক্ষণ, ভিডিও ভাইরাল

১ সপ্তাহে আগে
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অবৈধ অস্ত্র দিয়ে প্রকাশ্যে প্রশিক্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, ভিডিওটি শ্রীনগর উপজেলার বাঘরা এলাকার। গ্রুপটি স্থানীয়ভাবে রাসেল-ফয়সাল বাহিনী নামে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

 

প্রায় আড়াই মিনিটের ভিডিওতে দেখা যায়, চারজন যুবক জনশূন্য স্থানে প্রকাশ্যে দুটি অস্ত্র হাতে নিয়ে গুলি এবং অন্যদের অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছে। এ সময় তাদের কথোপকথন থেকে শোনা যায়, ‘লক খুলে দেন, টিপ দিলেই গুলি বের হবে।’

 

ভিডিওতে থাকা ব্যক্তিদের মধ্যে বাঘরা এলাকার রাসেল, কামারখোলা এলাকার ফয়সাল, মথুরাপাড়ার টুপি পরিহিত আহির ও কালো পাঞ্জাবি পরা মথুরাপাড়ার অর্পণ নামের ব্যক্তি রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

 

আরও পড়ুন: পদ্মায় মা ইলিশ শিকারের দায়ে ১৫ জনের কারাদণ্ড

 

পুলিশ জানায়, ভিডিওতে বাহিনীর প্রধান হিসেবে পরিচিত রাসেলের মুখ না দেখা গেলেও, তার কণ্ঠ স্পষ্টভাবে শোনা যাচ্ছে। সেখানে ফয়সাল নামে আরেক যুবককে দেখা যায় আহির নামের এক যুবককে গুলি ছোঁড়ার প্রশিক্ষণ দিচ্ছে।

 

এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির জানান, ভিডিওটি দেখার পর সবাইকে শনাক্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতারে অভিযানে নেমেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন