গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চায়ের দোকানে থাকা ৪ জন

১ সপ্তাহে আগে
গাজীপুরের কালিয়াকৈরে সিলিন্ডারের গ্যাসের আগুনে চারজন দগ্ধ হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) রাখালিয়াচালা এলাকায় রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, আলী হোসেন,মোতালেব হোসেন, শফিকুর রহমান ও শামীম আহমেদ।

 

এদের মধ্যে শামীম আহমেদও আলী হোসেন নামের দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

 

এলাকাবাসী জানান, উপজেলা রাখালিয়াচালা এলাকার মোতালে ওয়ার্ক শপে এটি একটি বড় গ্যাস সিলিন্ডারের নিচে ছিদ্র করার সময় হঠাৎ দ্রুতগতিতে গ্যাস বেরিয়ে পাশের চায়ের দোকানের আগুনে ছড়িয়ে পড়ে। মোতালেব ওয়ার্কশপের মালিক মোতালেব হোসেন, চা দোকানদার আলী হোসেন, চায়ের দোকানে বসা সফিকুল ইসলাম ও শামীম আহমেদ অগ্নিদগ্ধ হয়। এসময় দোকানে কিছু মালামাল, সাইনবোর্ড পুড়ে যায়।

 

আরও পড়ুন: গাজীপুরে টিনশেডের কলোনিতে আগুন, ১০০ ঘর পুড়ে ছাই

 

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে দুজনের অবস্থা আশঙ্কা জনক হওয়াতে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বাণীতে প্রেরণ করেন।

 

আরও পড়ুন: গাজীপুরে এক রাতে ৩ বাসে দুর্বৃত্তের আগুন

 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর ইফতেখার হাসান রায়হান বলেন, কেউ এ বিষয়টি জানায়নি। তবে ঘটনাস্থলে গিয়ে লোক পাঠাবো।

]]>
সম্পূর্ণ পড়ুন