বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে রাহাত্তারপুল মাজার গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোরশেদ পশ্চিম বাকলিয়া কে বি আমান আলী রোডের বাসিন্দা। তার বড় ভাইয়ের নাম মো. জসিম।
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই পারিবারিক বিষয় নিয়ে মোরশেদ ও জসিমের মধ্যে মনোমালিন্য চলছে। এর রেশ ধরেই তাদের সম্পর্কের অবনতি হয়। বৃহস্পতিবার দুপুরে তর্কাতর্কির একপর্যায়ে জসিম মোরশেদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
আরও পড়ুন: চট্টগ্রামে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
ঘটনার পর থেকে জসিম পলাতক রয়েছেন।
স্বজনরা জানান, একই মিটারে তারা দুই ভাই বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার করতেন। বড় ভাই কোনো বিল পরিশোধ করতেন না। এর আগে লোন নিয়ে ছোট ভাই মোরশেদ আলম বকেয়া বিল পরিশোধ করেন। পরবর্তী বিল পরিশোধ নিয়ে আবার বিরোধের সৃষ্টি হয়। এনিয়ে দুই ভাইয়ের মধ্যে বৃহস্পতিবার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই জসিম ছোট ভাই মোরশেদের পেটে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলে মারা যান মোরশেদ।
আরও পড়ুন: চট্টগ্রামে খালে পড়ে শিশুর মৃত্যু: ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট
এ বিষয়ে চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, ভিকটিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।