বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের শহরের পশ্চিম আকুর টাকুরপাড়ার স্টেডিয়াম ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়ার শফিকুরের ছেলে মেহেদী হাসান (৮)। নিখোঁজ আদিব (১০) একই এলাকার আব্দুল করিমের ছেলে।
স্থানীয়রা জানায়, প্রায় প্রতিদিনই লৌহজং নদীর আশপাশেই মাছ ধরতো তারা। পরে তারা লৌহজং নদীতে এসে গোসল করতো। প্রতিদিনের মতো বুধবার দুপুর দেড়টার দিকে মাছ ধরা শেষে তিনজন লৌহজং নদীর স্টেডিয়াম ব্রিজের নিচে গোসল করতে নামে। এসময় পানিতে প্রচুর স্রোত থাকায় দুই জন ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। তারা বিকেলে সাড়ে ৩টার দিকে মেহেদী হাসানের লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল তাসকিয়া, খেলতে গিয়ে পুকুরে ডুবে গেল প্রাণ
টাঙ্গাইল ফায়ার সার্ভিদের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, ‘আমাদের ডুবুরি দল এক শিশুর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিখোঁজ আরেক শিশুর উদ্ধারের অভিযান পরিচালনা করা হচ্ছে।’