গোসলে নেমে মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

৩ সপ্তাহ আগে
রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে নীরব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে পুকুরে ডুবে যায় সে। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নীরবের বন্ধু মো. সায়মন জানান, তাদের বাসা পুরান ঢাকার ঠাটারিবাজার এলাকায়। নীরবসহ চার বন্ধু বৃষ্টির সময় গোসল করতে বের হয়। ভিজতে ভিজতে গুলিস্তান নাট্যমঞ্চের পুকুরের সামনে যায়। বন্ধুদের নিষেধ না শুনে সে একাই পুকুরে পানিতে নেমে পড়ে গোসল করতে। কিছুক্ষণ পর সে পানিতে তলিয়ে যায়। পরে বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন এসে পানি থেকে তাকে উপরে তোলে।


এদিকে নীরবের বোন সিনথিয়া আক্তার জানান, তাদের বাসা পুরান ঢাকার ঠাটরিবাজার বিসিসি রোডে। তার বাবা এনায়েত হোসেন দুই মাস আগে মারা যান। গুলিস্তানে তার বাবা ফুটপাতে ঘড়ির ব্যবসা করতেন। বাবা মারা যাওয়ার পর নীরব সেই ব্যবসা দেখাশোনা করত। ভাই-বোনের মধ্যে নীরব ছিল সবার ছোট।
 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে পুকুরে মিলল ৩ নারী-শিশুর খণ্ডিত দেহ, স্বামী আটক


তিনি আরও জানান, দুপুরে বৃষ্টির সময় বন্ধুদের সঙ্গে ভিজতে বের হয়েছিল নীরব। এরপর তারা জানতে পারেন, গুলিস্তানে পুকুরের পানিতে ডুবে গেছে সে। তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে। পরে হাসপাতালে এসে নীরবের মরদেহ দেখতে পান স্বজনরা।


ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন