গোলশূন্য তিন ম্যাচ

১ সপ্তাহে আগে
ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেশকিছু ম্যাচ ছিল। সান্ডারল্যান্ডের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। টটেনহ্যাম খেলেছে ব্রেন্টফোর্ডের বিপক্ষে এবং লিভারপুল মুখোমুখি হয়েছিল লিডস ইউনাইটেডের। অবাক করার বিষয় হচ্ছে, এই তিন ম্যাচই গোলশূন্য ড্র হয়েছে।

অ্যানফিল্ডে পুরো ম্যাচ নিয়ন্ত্রণে রেখেও লিডসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে লিভারপুল। টানা চার ম্যাচ জয়ের পর পয়েন্ট হারাল অল রেডসরা। গত ডিসেম্বরে এই লিডসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিলো স্লটের দল।


৬৯ শতাংশ বল দখল এবং প্রতিপক্ষের গোল পোস্টে ১৯টি শট নিলেও ম্যাচের ৩২তম মিনিটে গোলকিপারের ভুলে গোল হজম করতে বসেছিল লিভারপুল। যদিও বাজে ফিনিশিংয়ের কারণে সেই যাত্রায় বেঁচে যায়।

 Premier League result, latest updates and  reaction after goalless draw | The Standardএক মাসের ব্যবধানে লিডসের সঙ্গে দুইবার ড্র করল লিভারপুল।


১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে চার নম্বরেই আছে লিভারপুল। ২১ পয়েন্ট নিয়ে ষোলো নম্বরে লিডস।


আরও পড়ুন: অবশেষে হারের মুখ দেখল ভিলা, চেলসি-ইউনাইটেডের ড্র 


এদিকে দারুণ ছন্দে থাকা সিটিও পয়েন্ট হারিয়েছে। সান্ডারল্যান্ডের বিপক্ষে গোল করতে ব্যর্থ হয়েছেন হলান্ড-ফোডেনরা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট জয়ের পর পয়েন্ট হারাল ম্যানচেস্টারের দলটি। লিগ টেবিলে আর্সেনালের সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে নামিয়ে আনার সুযোগও হারাল তারা।


১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পেপ গার্দিওলার দল। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে সাতে সান্ডারল্যান্ড। রাতে আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডের মাঠে গোলশূন্য ড্র করেছে টটেনহ্যাম। 

]]>
সম্পূর্ণ পড়ুন