গোমতী নদীতে বালু উত্তোলনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা

১৮ ঘন্টা আগে
কুমিল্লার গোমতী নদীতে বালু উত্তোলনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় বুধবার (৮ অক্টোবর) এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।

জরিমানা করা হয় গোলাবাড়ি ব্রিজ প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান হামীম ইন্টারন্যাশনাল এন্ড রাশেদুজ্জামান পিটার কোংয়ের সাইট ইঞ্জিনিয়ার ওহিদুল ইসলামকে।

 

আরও পড়ুন: কুমিল্লায় ট্রেন থেকে ১ কোটি ৩৭ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

 

আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা বিষয়টি নিশ্চিত করে বলেন, গোমতী নদীর গোলাবাড়ি পয়েন্ট এলজিইডি নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠান গোলাবাড়ি ব্রিজ নির্মাণ করার ফাঁকে গোমতী নদীর চর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করেন। যা সম্পূর্ণ অনিয়ম ও অবৈধ। এ ঘটনার প্রেক্ষিতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দশ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড অর্থাৎ উভয়দণ্ডে দণ্ডিত করা হয়।
 

]]>
সম্পূর্ণ পড়ুন